দ্য রিপোর্ট প্রতিবেদক : হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিনগুলো’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন রুমানা সাজ্জাদ। চ্যানেল আইয়ে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হয়। নাটক, চলচ্চিত্রসহ অন্যান্য বিষয় নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে কথা বলেছেন তিনি।

দ্য রিপোর্ট : শুভ নববর্ষ।

রুমানা সাজ্জাদ : সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এ বছর সবার সুন্দরভাবে কাটুক, প্রত্যাশা এটাই।

দ্য রিপোর্ট : কেমন চলছে?

রুমানা সাজ্জাদ : শরীরটা খুব খারাপ। জ্বর এসেছে। সে জন্য থার্টি ফার্স্ট নাইটের কোন অনুষ্ঠানে যেতে পারিনি।

দ্য রিপোর্ট : তাহলে নাটক করা হচ্ছে না?

রুমানা সাজ্জাদ : এখন তো বাসা থেকেই বের হতে পারছি না। তবে এর মধ্যে কয়েকটি এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে অভিনয় করলাম। সকাল আহমেদ, তুহিন অবন্ত, শামীমা শাম্মী, সোমেন মেহেদীর নাটকে কাজ করেছি। বর্তমানে কোন ধারাবাহিক নাটকে কাজ না করলেও নতুন কয়েকটির সঙ্গে কথা চলছে। পুরোপুরি সুস্থ হয়ে তারপর পুরোদমে কাজ শুরু করব।

দ্য রিপোর্ট : রাজনৈতিক অস্থিরতায় কাজ করছেন কিভাবে?

রুমানা : হরতাল-অবরোধে আমি বাসা থেকে বের হই না। আর বেশি প্রয়োজন থাকলে তো বের হতেই হবে।

দ্য রিপোর্ট : চলচ্চিত্রের কি খবর?

রুমানা : প্রস্তাব অনেক পাচ্ছি। কিন্তু দুইটি চলচ্চিত্রে কাজ করতে পারি। কথাবার্তা চলছে। নিশ্চিত হলেই সবাইকে জানাব।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/এসএ/জানুয়ারি ০১, ২০১৪)