দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রেস ক্লাবে ঢুকতে বাধা দেওয়ার অধিকার ক্লাবের সাধারণ সম্পাদক ছাড়া আর কারো নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার দুপুরে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি পরিচয়পত্রের কথা উল্লেখ করে আরও বলেন, ‘প্রেস ক্লাবে ঢোকার সময় এই পরিচয়পত্র দেখাতে হবে না। তবে পেশাগত দায়িত্ব পালনের কোনো কোনো ক্ষেত্রে এই পরিচয়পত্র দেখাতে হবে।’

তিনি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগ জানে তত্ত্বধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে তারা নির্বাচিত হতে পারবে না। কেননা, বাংলার জনগণ তাদের ভোট দিবে না। তারা এই প্রহসনের নির্বাচন চায় না।’

তিনি রবিবার কালো দিবস অভিহিত করে বলেন, ‘রবিবার বহিরাগতরা প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এই দিন জাতীয় প্রেস ক্লাবের জন্য কালো দিবস।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ডিইউজের সদস্য পরিচয়ে অনেকেই নানা দুর্নীতি এবং অনৈতিক কাজে জড়িত। অনেক যাচাই করার পর সদস্যদের এই পরিচয়পত্র দেওয়া হয়েছে। ডিইউজের পরিচয়পত্র বহনকারী কোনো সদস্যের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার সদস্যপদ বাতিল করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, দপ্তর সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শরীফ আবদুল গোফরান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/আরকে/জানুয়ারি ০১, ২০১৪)