শিবচর পৌরসভার সাবেক কাউন্সিলর জেলহাজতে
মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচর পৌরসভার সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা আবদুল মান্নানকে জেলহাজতে পাঠিয়েছেন বিচারক।
শিবচর থানার ইনচার্জ একেএম মাসুদ খান জানান, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মান্নানকে নাশকতার অভিযোগে বুধবার ভোরে গ্রেফতার করা হয়। মান্নানের নামে ১৮ দলের বিভিন্ন কর্মসূচিতে গাড়িতে অগ্নিসংযোগের মামলা হয়েছে। বিভিন্ন সময়ে গাড়ি পোড়ানো ও সরকারি গাছ কাটাসহ বিভিন্ন নাশকতার সঙ্গে তিনি জড়িত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
মাসুদ খান আরও জানান, গত কয়েকদিন আগে ১৮ দলের টানা অবরোধকালে শিবচর-পাচ্চর আঞ্চলিক সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। ওই মামলার আসামি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে আবদুল মান্নানকে মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে পাঠালে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
(দ্য রিপোর্ট/এসএইচ/এনডিএস/আরকে/জানুয়ারি ০১, ২০১৪)