দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বন্ধের অনেক কলাকৌশল ও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

নতুন বছরের প্রথম দিনে রাজধানীর তিনটি নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় এই অভিযোগ করেন শেখ হাসিনা। ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনে বুধবার দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তিনি।

দশম সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার ঠিক তিনদিন আগে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই অভিযোগ আসল।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন বন্ধের অনেক কলাকৌশল ও ষড়যন্ত্র হচ্ছে। ২০০৭ সাল সবার মনে থাকার কথা। ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল যে সব কিংস-কুইন্স পার্টি, তারা আবার সক্রিয় হয়েছে। গণতন্ত্র না থাকলে তাদের মূল্য থাকে না। তাদের মূল্য বাড়ে অসাংবিধানিক কিছু হলে। তারা আবার নিজেদের বিশিষ্টজন দাবি করেন। নানান ফর্মূলা দেন। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।’

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে ভোট দিতে ভোটকেন্দ্রে আসতে হবে। কেউ যদি নির্বাচনে বাধা দিতে আসে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপযুক্ত শিক্ষা দিতে হবে।’

আওয়ামী লীগ প্রধান বলেন, ‘জামায়াতের দুঃখে কাতর হয়ে খালেদা জিয়া নির্বাচন করবেন না। কারণ, আদালতের রায় অনুযায়ী জামায়াত নির্বাচন করতে পারবে না।’

বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন রেখে হাসিনা বলেন, ‘নির্বাচন করবেন না ভালো কথা। মানুষ হত্যার অধিকার আপনাকে কে দিয়েছে? প্রস্তাব দিলেও আপনি আলোচনায় বসতে চান না। সন্ত্রাসী, জঙ্গিবাদ নিয়ে চলতে চান আপনি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।’

(দ্য রিপোর্ট/বিকে/এপি/এসকে/জানুয়ারি ০২, ২০১৪)