পুরোনো সোফায় সাপ!
দ্য রিপোর্ট ডেস্ক : পুরোনো সোফায় চার ফুট লম্বা একটি সাপ আবিষ্কার করে তো ভিমরি খাওয়ারই যোগাড় হয়েছিল মিশিগানের বাসিন্দা হলি রাইটের।
দুই মাস আগে ওই পুরোনো সোফাটি বাসায় আনেন হলি। এরপর প্রতিদিনই সোফটি ব্যবহার করেছেন তিনি। অথচ বুঝতেই পারেননি সোফটিতে বাস করছে একটি সাপও।
সোফাটি বাসায় আনার সময় সাপটি এর ভেতর ছিল বলে জানান হলি। হেরিটেজ হিলের পাশে একটি বাড়ির সামনে সোফটি বিনামূল্যে দেওয়া হবে বলে সাইনবোর্ড দেওয়া ছিল। সোফাটি মোটামুটি ঠিকঠাক দেখে বাড়ি নিয়ে আসেন হলি। এরপর প্রায় প্রতিদিনই সোফাটি পরিষ্কার করেছেন তিনি। অথচ সাপটির অস্তিত্ব পুরোপুরিই নজর এড়িয়ে গেছে তার। সূত্র: পিটিআই।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এসএ/জানুয়ারি ০১, ২০১৪)