দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সদস্যদের গুলিতে সন্দেহভাজন ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন।

রাজধানী জাকার্তার একটি বাড়িতে রাতব্যাপী অবস্থানের পর তাদের হত্যা করা হয় বলে কর্তৃপক্ষ জানায়।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বয় রাফলি আমর জানান, মঙ্গলবার মধ্যরাতে তারা অভিযান শুরু করে। বুধবার তা শেষ হয়।

নিহতরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হাতবোমা নিক্ষেপ করে ও গুলি ছুড়ে বলে জানিয়েছেন তিনি। এ সময় এক পুলিশ সদস্য আহত হন বলেও জানান তিনি।

ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিহতরা ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করছে পুলিশ। সূত্র: আল-জাজিরা।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এসএ/জানুয়ারি ০১, ২০১৪)