চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে যুবদলকর্মী নিহতের ঘটনায় জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান শফিকুজ্জামান সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নিহত ফারুক পাটওয়ারী সদর উপজেলার ৪নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামের আবদুর রাজ্জাক মনা পাটওয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মহামায়া ও শাহ মোহাম্মদপুর এলাকায় বুধবার সন্ধ্যায় অবরোধকারীদের পিকেটিংকালে বিজিব ‘র সঙ্গে সংঘর্ষ হয়। অবরোধকারীরা বিজিবির গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে বিজিবি গুলি ছোঁড়ে। পরে আহতদের চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

আহমেদ কাজল নামের হাসপাতালের চিকিৎক জানান, গুলি ফারুকের বুকে লাগে। হাসপাতালে আনার আগেই সে মারা যায় বলে নিশ্চিত করেন তিনি।

বিজিবির সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম দ্য রিপোর্টকে এর আগে জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বিজিবি টহল দিচ্ছিল। সন্ধ্যার দিকে অবরোধকারীরা বিজিবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোঁড়ে।

তিনি এ ঘটনায় নিহত ও আহতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

(দ্য রিপোর্ট/এমবি/এমএআর/এনআই/জানুয়ারি ০১, ২০১৪)