হরতালে দুদিন সংবাদপত্রবিহীন লক্ষ্মীপুর
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কচুয়া-আলিপুর-রামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাস্তায় গাছ ফেলে অবরোধ করে বেশ কিছু পত্রিকা লুট করে। রবিবারও একই ঘটনা ঘটে। ফলে গত দুদিন লক্ষ্মীপুরবাসী পত্রিকা পড়া থেকে বঞ্চিত রয়েছেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৭০০৪) চাটখিলের আলিপুর-রামগঞ্জ সিমান্তবর্তী এলাকায় পৌঁছায়। এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের হরতাল সমর্থকরা সড়কে গাছ ফেলে পত্রিকাবাহী গাড়িটি আটকিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং গাড়ি থেকে বেশ কিছু পত্রিকা নিয়ে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় এজেন্ট গাড়িটি উদ্ধার করে রামগঞ্জ উপজেলার জন্য কিছু পত্রিকা রেখে বাকি পত্রিকা ও গাড়ি ঢাকায় পাঠিয়ে দেয়।
রায়পুর পত্রিকার একমাত্র এজেন্ট ম্যাগাজিন হাউসের স্বত্বাধিকারী আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হরতাল চলাকালে প্রায়ই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পত্রিকা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেন। এতে পাঠকরা পত্রিকা পড়া থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। গত দুদিনে পত্রিকা না আসায় তার প্রায় ৪০ হাজার টাকা লোকসান হয়েছে। তিনি সংবাদপত্র গাড়ি চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
(দিরিপোর্ট২৪/এফএস/এএস/এমএআর/অক্টোবর ২৮, ২০১৩)