দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। সঙ্গে রাজনৈতিক অস্থিরতা প্রভাব বলয়ও প্রকট। যেভাবে চলছে দেশ তাতে এর বিরূপ প্রভাব ক্রিকেটেও পড়তে পারে। তবে দর্শকদের জন্য সুখের সংবাদ, শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল সিরিজ খেলতে বাংলাদেশে আসছে। শ্রীলঙ্কা আসছে মানেই এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপও নিয়ে কেটে যাচ্ছে অনিশ্চিয়তা; এটাই স্বাভাবিক।

দেশে ক্রিকেটের কোনো ইভেন্ট রাজনৈতিক কারণে ব্যাহত হোক তা চায় না কোনো দলই। প্রবাহমান রাজনৈতিক অস্থিরতা থাকার পরও বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্ট সিলেট ও ঢাকায় সুষ্ঠুভাবেই হয়েছে। কোনো সমস্যা তৈরি হয়নি। দর্শকরাও মন ভরে খেলা উপভোগ করেছে। আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে কথাই নেই। দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের প্রতি ভালোবাসার স্বার্থে, বিদেশি দলের প্রতি শ্রদ্ধার স্বার্থেই রাজনৈতিক দলগুলো কোন সমস্যা তৈরি করবে না। তা ছাড়া নিরাপত্তা ব্যবস্থাও অনেক কঠোর থাকবে। ইতোমধ্যে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকেও ক্রিকেটকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার প্রাক্কলিত সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্ট দেখে, দেশের অবস্থা পর্যবেক্ষণ করে শ্রীলঙ্কা হাই কমিশনারও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এতেই বোঝা যাচ্ছে শ্রীলঙ্কা দল আসবে। বিসিবি’র সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের কর্মকর্তাদের এ নিয়ে কথা হচ্ছে। শুরুতে নিরাপত্তা বিষয়টি পর্যবেক্ষণ করছে শ্রীলঙ্কা, এমনটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে বলা হলেও; এখন বিসিবি’র একটি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা বোর্ড নমনীয়। তারা যে আসছে, তা প্রায় নিশ্চিত। তবে এখানেও খানিকটা কিন্তু জুড়ে দেওয়া আছে।

এখন দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এ রকম থাকলে কোনো কথাই নেই। শ্রীলঙ্কা দল আসবে। গ্রীন সিগন্যালও মিলছে। কিন্তু যদি এর চেয়ে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে শেষ মুহূর্তে সমস্যা তৈরি হতে পারে। শ্রীলঙ্কা আসলে এবং সিরিজ ঠিকমত শেষ হলে; স্বাভাবিকভাবেই এশিয়া কাপ হওয়া নিয়ে কোন সমস্যা থাকার কথা না। আর টোয়েন্টি২০ বিশ্বকাপ যে বাংলাদেশেই হচ্ছে তার আরেকটি প্রমাণ হচ্ছে বিশ্বকাপের জন্য অ্যাক্রিডিটেশন চাওয়া হয়েছে। অনিশ্চিত থাকলে অ্যাক্রিডিটেশনের বিষয়টি ঝুলে থাকত। শ্রীলঙ্কা দল যে আসছে তা চূড়ান্ত হয়ে যাচ্ছে ৪ জানুয়ারি। এশিয়া কাপ নিয়ে শ্রীলঙ্কাতেই এই দিন সভা রয়েছে। সেখানেই শ্রীলঙ্কার আসার বিষয়ে নিশ্চিত হয়ে যাবে।

বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘শ্রীলঙ্কা হাই কমিশনার ইতিবাচক মনোভাবই দেখিয়েছে। মঙ্গলবার সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও মাহবুবুল আনাম (বিসিবি পরিচালক) শ্রীলঙ্কা হাই কমিশনারের সঙ্গে দেখা করেছেন। তাতে ইতিবাচক সাড়া মিলেছে। শ্রীলঙ্কা দল হাই কমিশনারের কাছে কিছু জিজ্ঞেস করলে ইতিবাচক কথাই বলবেন।’ শ্রীলঙ্কা মিডিয়া ম্যানেজার রাজিথ ফার্নান্ডো বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। আশা করি, নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে।’

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের। ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ ও মার্চ-এপ্রিলে টোয়েন্টি২০ বিশ্বকাপ হবে। তারপরও রাজনৈতিক অবস্থায় ৩টি ইভেন্ট নিয়েই শঙ্কা থাকছে। এমন মুহূর্তে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার বিষয়ে যে ইতিবাচক নীতিগত সিদ্ধান্ত আসলেই বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/এসআই/জানুয়ারি ১, ২০১৪)