সাতক্ষীরা সংবাদদাতা : জেলার শ্যামনগর উপজেলার গোডাউন মোড়ের পুকুর থেকে এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মোজাহিদুর রহমান লিটন (২১)। তিনি উপজেলার কৈখালি ইউনিয়নের মির্জাপুর গ্রামের নওশের আলীর ছেলে। লিটন শ্যামনগর আলিয়া মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাগির মিয়া দ্য রিপোর্টকে জানান, পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। সকাল থেকে লিটন নিখোঁজ ছিলেন। কী কারণে তিনি মারা গেছেন পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/এনআই/জানুয়ারি ০১, ২০১৪)