কক্সবাজারে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা কস্তুরাঘাটা এলাকা থেকে বুধবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কস্তুরাঘাট এলাকায় নদীর কিনারে মৃতদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/ইকে/এমএইচও/জেএম/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)