ঝিনাইদহে সাধারণ সম্পাদকসহ ৬ আ.লীগ নেতা বহিষ্কার
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলা সাধারণ সম্পাদক রশিদুল আলম রশিদসহ ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দশম সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জেএম রশিদুল আলম রশিদ, হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জীবন কুমার, সদস্য আজিজুর রহমান, হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জল।
সভায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ৪৬(ঠ) ধারা মোতাবেক ৬ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্য রিপোর্টকে জানান, জেলা আওয়ামী লীগের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ দিকে বহিষ্কারের প্রতিবাদে জেলা শহরে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ নেতাকর্মী।
উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুণ্ডু উপজেলা) দলের মনোনয়ন দেওয়া হয়েছে সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুকে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি।
(দ্য রিপোর্ট/টিএম/এমএইচও/জেএমে/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)