কক্সবাজারে শিবির নেতা আটক
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার শহর থেকে এক শিবির নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক শিবির নেতা হলেন, মো. শহিদুল্লাহ। তিনি সদরের চৌফলদণ্ডী নতুন মোহালা এলাকার আবুল হোসনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেলে কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসার সামনে থেকে শিবির নেতা শহিদুল্লাহকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। শহিদুল্লাহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)