নেপালে জিপ নদীতে পড়ে ছয় ভারতীয় পর্যটক নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : নেপালের থানাহুন জেলায় জিপ নদীতে পড়ে ছয় ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।
রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখরা যাওয়ার পথে বানদিপুর গ্রামের চুনপাহারা এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই জিপটিতে ১০ জন ভারতীয় পর্যটক ছিলেন। জিপটি মারসিয়াংদি নদীতে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই কলকাতার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। সূত্র: পিটিআই।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)