দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৮৯তম হেসটিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসের মাস্টার্স দাবা টুর্নামেন্টে জয় পেয়েছেন।

গত মঙ্গলবার রাতে ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের হেসটিংস শহরের হনটাই পার্ক স্পোর্টস কমপ্লেক্সে তিনি জার্মানির ফিদে মাস্টার নেইল স্টুয়ার্ডকে পরাজিত করেছেন। ফলে ৪ ম্যাচে জিয়া সাড়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভিলি ও ইংল্যান্ডের গ্র্যান্ড মাস্টার ডেনিয়েল গোরমালির সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/সিজি/এসআই/জানুয়ারি ১, ২০১৪)