ক্লাব কাপ হকি ৭, প্রিমিয়ার ১৮ জানুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদেক : ৭ জানুয়ারি পর্দা উঠবে ক্লাব কাপ হকির। এ আসর দিয়েই শুরু হবে ঘরোয়া হকির নতুন মৌসুম। আর প্রতিযোগিতার শেষ হওয়ার ২৪ ঘণ্টা বিরতিতে ১৮ জানুয়ারি শুরু হবে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এমনটাই জানিয়েছেন।
মোহামেডান, মেরিনার, বাংলাদেশ স্পোর্টিং এবং ওয়ারী ক্লাবসহ ৪টি ক্লাব আগেই ঘোষণা দিয়েছিল বর্তমান কমিটির তত্ত্বাবধানে কোনো কর্মকাণ্ডে অংশ নেবে না। তাই এ ৪টি দল বাদ দিয়েই শুরু হবে ক্লাব কাপ হকি।
এ বিষয়ে খাজা রহমতউল্লাহ বলেছেন, ‘কে অংশ নিচ্ছে না এ দেখে বসে থাকলে হবে না। আমরা চাচ্ছি মাঠে খেলা থাকুক। তাই ৭ জানুয়ারি থেকে ক্লাব কাপ হকি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব কাপ শেষে ১৮ জানুয়ারি শুরু হবে লিগ।’
এবারের ক্লাব কাপ হকিতে অংশ নেবে আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক, আজাদ স্পোটিং ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও সাধারণ বীমা।
(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/সিজি/এসআই/জানুয়ারি ১, ২০১৪)