আমিরুলের হ্যাটট্রিকে পুলিশের বড় জয়
দ্য রিপোর্ট প্রতিবেদক : দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে আমিরুলের হ্যাটট্রিকে বাংলাদেশ পুলিশ ৬-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। বিজয়ী দলের পক্ষে আমিরুল একাই ৪টি গোল করেছেন। অপর দুটি গোল করেছেন আল আমিন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজি প্রেস ও ইস্ট অ্যান্ড ক্লাবের মধ্যকার দিনের অপর ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/সিজি/এসআই/জানুয়ারি ১, ২০১৪)