দ্য রিপোর্ট ডেক্স : ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। ২০১৪ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

এবার ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র গতানুগতিক না হয়ে কিছুটা সৃজনশীল হবে।

নম্বর বণ্টন :

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার নৈর্ব্যক্তিক ও রচনামূলক উভয় ধরনের প্রশ্নই থাকে। পরীক্ষার পূর্ণমান ২০০ ও সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ইংরেজিতে ৭৫, গণিতে ৫৫, বাংলা ৪০ ও সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। গত বছরের তুলনায় এ বছর ইংরেজি ও গণিতে ৫ নম্বর করে কমিয়ে সাধারণ জ্ঞানে ১০ নম্বর বাড়ানো হয়েছে।

লিখিত পরীক্ষার সিলেবাস :

বাংলার প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক চারুপাঠের সর্বশেষ সংস্করণের সকল গদ্য ও পদ্য পড়তে হবে।

ব্যাকরণ অংশে ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, শব্দ, পদ, পদের শ্রেণীবিভাগ, পদ পরিবর্তনের নিয়মাবলি, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, লিঙ্গ, বচন, কারক, ক্রিয়ার কাল, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, বাগধারা পড়তে হবে। পাশাপাশি ভাবসম্প্রসারণ লিখন এবং ১০ থেকে ১৫ বাক্যের যুক্তিভিত্তিক অনুচ্ছেদ, সারাংশ ও সারমর্ম থাকবে।

ইংরেজির প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণীর English For Today (Text Book) বইয়ে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য উপযোগী অনেক লেসন আছে। তাই শিক্ষার্থীদের উচিৎ হবে পাঠ্যবইটি ভালোভাবে পড়া।

Grammar অংশে sentence, parts of speech, gender, number, punctuation and capitalization, subject-verb agreement, transformation, contractions, re-arranging, spelling, phrases and idioms, paragraph, story writing, comprehension, argumentative essay পরীক্ষায় থাকতে পারে। এ ছ্ড়াও Free hand english writing-এর উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে।

গণিতের প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণীর বইয়ের পাশাপাশি বিগত সময়ের প্রশ্নগুলো থেকে অঙ্ক অনুশীলন করতে হবে। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ থেকে সরবরাহ করা সিলেবাস থেকে দেখা যায়, ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাশাপাশি ‘বুদ্ধিমত্তাবিষয়ক গণিত’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাধারণ জ্ঞান অংশের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কর্মমুখী শিক্ষা ভালোভাবে রপ্ত করতে হবে। ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য কর্মমুখী শিক্ষা থেকে প্রশ্ন থাকতে পারে। বুদ্ধিমত্তা ও চলতি ঘটনায় ভালো করতে পারলে সাধারণ জ্ঞানে ভালো ফল আশা করা যায়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ এনআই/জানুয়ারি ০১, ২০১৪)