কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে দেশীয় একটি এলজি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাত ৮টায় আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকার আবদুল মুফিজের ছেলে ও ঝিলংজা ইউনিয়নের ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সরওয়ার কামাল সবুজ (২৮), উত্তর কলাতলী এলাকার মোহাম্মদ নাছিমের ছেলে ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিবুল (২৬) এবং মধ্যম কলাতলীর মৃত মোহাম্মদ কালুর ছেলে আমিন খান (২৭)।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদের অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএ/এমএইচও/জেএম/এনআই/জানুয়ারি ০১, ২০১৪)