চট্টগ্রামে সময় টেলিভিশনের গাড়ি ভাঙচুর, আগুন
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে সময় টেলিভিশনের গাড়িসহ বেশকয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মিছিল থেকে হামলা করা হয়েছে সাংবাদিকদের উপর।
নগরীর ২ নম্বর গেট রেলক্রসিং এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি ট্রাকে আগুন ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাজির দেউড়ির মোড়ে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। দুর্বৃত্তরা এ সময় রাস্তায় পার্কিং করে রাখা ১২টি যানবাহন ভাঙচুর করে।
হামলা-ভাঙচুরের সময় আসকার দিঘির পাড়ে কর্ণফুলী টাওয়ারের সামনে পার্কিং অবস্থায় থাকা সময় টেলিভিশনের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক আব্দুল হাকিম আহত হন।
সময় টেলিভিশনের ব্যুরো প্রধান কমল দে জানান, আহত গাড়িচালক আব্দুল হাকিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান, ১০টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল করছে।’
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ এনআই/জানুয়ারি ১, ২০১৪)