দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চাঁনখারপুল মোড়ে ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। আহত নারীর নাম রেহানা আক্তার কাজল (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে চাঁনখারপুল মোড়ে দুর্বৃত্তরা একটি ককটেল ছূড়ে মারলে তিনি আহত হন। এতে তার বাম বাহু ঝলসে যায়।

আহতের খালাত বোন মোসাম্মৎ বৃষ্টি আক্তার জানান, আমরা যাত্রাবাড়ীর এক আত্মীয়ের বাসা থেকে গাড়িযোগে বঙ্গবাজার নামি। বঙ্গবাজার থেকে রিকশাযোগে কামরাঙ্গীরচর যাওয়ার সময় চাঁনখারপুল এলে কে বা কারা ককটেলটি ছূড়ে মারলে তার বাম বাহু ও থুঁতনি ঝলসে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। ককটেলের বিকট শব্দের কারণে আমিও কানে সমস্যা বোধ করছি।

জানা গেছে, আহত কাজল স্বামীর সঙ্গে কামরাঙ্গীরচর জাওলাহাটি থাকেন। তার স্বামীর নাম বেলাল হোসেন। তিনি কামরাঙ্গীরচরে ফলের ব্যবসা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/জানুয়ারি ০১, ২০১৪)