কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও তার দুই সহযোগীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যায় এ কারাদণ্ড দেয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ দ্য রিপোর্টকে জানান, বুধবার সকালে কুষ্টিয়া কোর্টের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (৩০), তার দুই সহযোগী শাহাবউদ্দিন রাজু (২২) ও উ্জ্জ্বল মিয়া (২৪) জেলা নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলামকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বুধবার সন্ধ্যায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/এপি/জানুয়ারি ০১, ২০১৪)