দ্য রিপোর্ট প্রতিবেদক : অনির্দিষ্টকালীন অবরোধের সমর্থনে রাজধানীর শাহজাদপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির। বুধবার রাত সোয়া ১০টার দিকে শিবিরকর্মীরা শাহজাদপুরের বাটারগলি থেকে মিছিলটি বের করে। এ সময় তারা ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

গুলশান থানার এসআই শেখ সোহেল রানা জানান, এ ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে পুলিশ শিবিরকর্মীদের সরানোর জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনইউডি/এপি/জানুয়ারি ০১, ২০১৪)