সাভার সংবাদদাতা : সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ১৬শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জিল্লুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩০) ও তার স্ত্রী আসমা আক্তারের কাছ থেকে ৮টি প্যাকেটে থাকা ১৬শ’ পিস ইয়াবা উদ্ধার করে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তারা সীমান্তবর্তী টেকনাফ এলাকার বাসিন্দা। আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বিকেলে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম স্থানীয় অভিযান চালায়। এ সময় বারেকের বাড়ি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ ব্যপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এসএস/এসকে/জানুয়ারি ০২, ২০১৩)