দ্য রিপোর্ট ডেস্ক : চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগু’তে নিজ বাসায় বিস্ফোরণে নিহত হয়েছেন ফিলিস্তিনের এক কূটনীতিক। বিস্ফোরণের চার ঘণ্টা পর বুধবার হাসপাতালে মারা যান তিনি। খবর বিবিসির।

চেক প্রজাতন্ত্রে ফিলিস্তিনি মিশনের প্রধান জামাল আল-জামাল ২০ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় থাকা একটি সিন্দুক খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সিন্দুকটির কোনো সেফটি ডিভাইসে চাপ পড়লে এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করছে চেক পুলিশ।

এদিকে চেক সরকারকে এ ঘটনার প্রকৃত তদন্ত করতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ০২, ২০১৩)