জামালপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন জামালপুরের ইসলামপুর রামভদ্রা বাজারে আওয়ামী লীগকর্মী শাহাদাত (৩৫) খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুরে বিএনপিকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। অন্যদিকে আওয়ামী লীগও একই এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার বটতলা এলাকার রামভদ্রা বাজারে মুখোমুখি হয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বিএনপিকর্মীদের দায়ের আঘাতে ঘটনাস্থলে আওয়ামী লীগকর্মী শাহাদত মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর এ প্রসঙ্গে জানান, সকালে হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল হয়নি। এটি কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।

তিনি আরো জানান, নিজ বাড়ি থেকে পাশের বাজারে আসার সময় অজ্ঞাত দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/অক্টোবর ২৮, ২০১৩)