পটুয়াখালী সংবাদদাতা : বর্ণাঢ্য আনন্দশোভাযাত্রা আর আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার পালিত হয়েছে পটুয়াখালী জেলা দিবস।

ঐদিন সকালে প্রেস ক্লাবের আয়োজনে সার্কিট হাউস থেকে একটি আনন্দশোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক অমিতাভ সরকারের নেতৃত্বে আনন্দশোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রফিকুল হাসান গনি।

উল্লেখ্য, ১৯৬৯ সালের পহেলা জানুয়ারি বাকেরগঞ্জ জেলা থেকে বিভক্ত করে তৎকালীন পটুয়াখালী মহকুমাকে জেলা ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/কেবিডি/এপি/জানুয়ারি ০২, ২০১৪)