সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১১
দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় একাধিক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
বুধবার মোগাদিসুর জাতিসংঘ ভবনের কাছে একটি হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে এ হামলার সূত্রপাত।
এ বিস্ফোরণের পর উদ্ধারকাজের জন্য জরুরি সেবাকর্মীরা প্রবেশ করার কিছুক্ষণ পরই একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
পুলিশ কর্মকর্তা মোহামেদ ওয়ারসেম জানান, নিরাপত্তা কর্মীরা যখন হামলা কবলিতদের উদ্ধার করছিলেন ঠিক তখনই বিস্ফোরক বহনকারী দ্বিতীয় গাড়িটি বিস্ফোরিত হয়।
তিনি জানান, তৃতীয় বোমাটি এরও প্রায় এক ঘণ্টা পর বিস্ফোরিত হয়। নিরাপত্তাবাহিনীর সদস্যরা যখন নিরাপত্তা চেকপোস্টে গাড়িতে তল্লাশি করছিলেন তখন তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয় বলে জানান ওয়ারসেম।
(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/শাহ/জানুয়ারি ০২, ২০১৩)