মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে আগুনে ২০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর রাতে সাহেবরামপুর বাজারের টিপু মাইক সার্ভিসের দোকানে অটোবাইকে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ওই বাজারের ১০টি মুদি দোকান, ৩টি মিষ্টির দোকান, ২টি স্বর্ণের দোকানসহ ২০টি দোকান পুড়ে যায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। খবর পেয়ে বরিশালের গৌরনদী ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন দ্য রিপোর্টকে জানান, বাজারটি অনেক দূরে হওয়ায় কর্মীদের পৌঁছতে দেরি হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/শাহ/জানুয়ারি ২, ২০১৪)