সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে অপহৃত কবিরাজ আনোয়ার হোসেনকে হাত-পা বাঁধা অবস্থায় দুদিন পর পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়।

তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামের মৃত রহিম আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটকরা হলো- উল্লাপাড়া উপজেলার তয়জুল হোসেনের ছেলে বাবুল আক্তার, আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিম ও আক্তার হোসেনের ছেলে আব্দুল আজিজ।

পুলিশ ও স্বজনরা জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় অপহরণকারীরা চিকিৎসা নেওয়ার কথা বলে কবিরাজ আনোয়ার হোসেনকে তাড়াশ উপজেলার ঘাটকুলা এলাকায় নিয়ে আসে। সেখানে হাত পা বেঁধে উল্লাপাড়ার দবিরগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত ঘরের মধ্যে আটকে রাখে। এ ঘটনার পরের দিন বিকালে প্রথমে অপহরণ চক্রের সদস্য বাবুলকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার ও দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/এএল/জানুয়ারি ২, ২০১৪)