ধামরাইয়ে সাংবাদিকের বাড়িতে ডাকাতি
সাভার সংবাদদাতা : ধামরাইয়ে এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে ধামরাইয়ের কুশুরা এলাকার শাসন মহল্লার সাংবাদিক বাবুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে মুখোশ পরা ১০-১৫ জনের একদল ডাকাত শাসন মহল্লায় প্রবেশ করে। প্রথমে তারা ভবেশ চন্দ্র সুরের বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
এরপর ডাকাত দল একই এলাকার বাবুলের বাড়িতে হানা দেয়। ডাকতারা এ সময় বাবুলের বাড়ির মূল গেটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/জানুয়ারি ২, ২০১৪)