দ্য রিপোর্ট ডেস্ক : আমেরিকান অভিনেতা জেমস্ এভরি ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র : আলজাজিরা নিউজ।

টিভি সিরিজ ‘দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার’-এ ‘ফিল ব্যাংকস্’ হিসেবে অভিনয়ের পর তিনি ব্যাপক জনপ্রিয় হন।

তার বন্ধু অ্যালফোনসো রিবেইরো যিনি শোতে এভরির ছেলে কার্লটিনের ভূমিকায় ছিলেন, তিনি টুইটারে লেখা এক বার্তায় বলেন, ‘আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এভরি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমার কাছে ২য় বাবার মতো ছিলেন। আমি তাকে অনেক বেশি মিস করবো’।

মহান এই অভিনেতা গ্রে’স্ অ্যানটানোমি ও স্টার ট্রেক : এন্টারপ্রাইজসহ বহু সিনেমা ও টিভি শোতে দর্শকদের বিমোহিত করেছেন। এছাড়াও তিনি অ্যানিমেটেড টিভি সিরিজ ও আইরন ম্যান-এ কণ্ঠ দিয়েছেন। তবে তিনি টিভি সিরিজে তার ভাইয়ের ছেলে ‘উইল স্মিথ’র ‘আংকেল ফিল ব্যাংকস্’ হিসেবে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন। এই সিরিজের ১৪১টি পর্বে তাকে দেখা গিয়েছে।

(দ্য রিপোর্ট/পিআর/এইচএসএম/এএল/জানুযারি ০২, ২০১৪)