ইরানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ১
দ্য রিপোর্ট ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে ৫.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ৭৫০ কিলোমিটার দূরে বাসতাক শহরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ইরান ভূমিকম্পপ্রবণ এলাকা। দেশটিতে প্রতিদিন গড়ে একটি ভূমিকম্প আঘাত হানে।
এর আগে, ২০০৩ সালে ইরানের বাম শহরে ছয় দশমিক ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৬ হাজার মানুষ নিহত হয়েছিল। (সূত্র: এপি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ০২, ২০১৩)