দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফকে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডির বিশেষ আদালতে যাওয়ার পথে নাটকীয়ভাবে তাকে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে নেওয়া হয়।

মুশাররফের নিরাপত্তার কাজে নিয়োজিত ডিআইজি জান মোহাম্মদ বিশেষ আদালতে বিষয়টি অভিহিত করেছেন। এ খবর পাওয়ার পর বিচারকরা মুশাররফেরর মামলার শুনানি বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে বিশেষ আদালত বেলা সাড়ে ১১টার মধ্যে মুশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও সতর্ক করেছিল আদালত।

এসবের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হওয়ার পথে হাসপাতালে যান মুশাররফ। আদালতে যাওয়ার পথেই ওই হাসপাতাল অবস্থিত বলে ডন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, বুধবার রাষ্ট্রদ্রোহিতা মামলার শুনানিতে বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল মুশাররফের। তবে নিরপত্তা শঙ্কায় আদালতে হাজির হতে পারেননি মুশাররফ। পরে আদালত তাকে বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। (সূত্র: ডন নিউজ)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ০২, ২০১৪)