তোরেস জেতালেন চেলসিকে
দিরিপোর্ট২৪ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি।
দুই অর্ধ মিলে দারুণ পারফর্ম করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে গোল করতে না পারলেও পরের অর্ধে তার গোলের সুবাদে জয় নিশ্চিত করে ‘স্পেশ্যাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহোর দল।
খেলার ৩৩ মিনিটে ম্যানসিটির বিপক্ষে এগিয়ে যায় চেলসি। তোরেসের পাস থেকে গোল করেন আন্দ্রে শ্রুরলে। বেশ কিছুদিন ধরে বাজে সময় পার করলেও তোরেসের ওপর আস্থা রেখেছেন মরিনহো। এর আগে জার্মানির ক্লাব শালকে জিরো ফোরের বিপক্ষে দুই গোল করেছেন তিনি।
ম্যানসিটির বিপক্ষেও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন তোরেস। অবশ্য তোরেসের দিনে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছেন ম্যানসিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর সিটিকে সমতায় ফেরান তিনি। ৪৯ মিনিটে সামির নাসরির ক্রস থেকে বাঁ পায়ের জোরালে শটে চেলসির জাল কাঁপান তিনি।
সমতায় ফেরার পর দুই দলই আক্রমণে ধার বাড়ায়। তবে খেলার অন্তিম মুহূর্তে (৯০ মিনিট) চেলসির পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন তোরেস। একক প্রচেষ্টায় ম্যানসিটির জালে বল পাঠান তিনি।
নয় ম্যাচে ২২ পয়েন্ট নিযে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে চেলসির ২০ (দ্বিতীয়) এবং ম্যানসিটির পয়েন্ট ১৬ (সপ্তম)।
(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২৮, ২০১৩)