সুনামগঞ্জের পুলিশ সুপার বদলি
সুনামগঞ্জ সংবাদদাতা : নির্বাচনের তিনদিন আগে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন ঢাকা পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশাসন) মো. হারুন অর রশিদ।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ নজরুল হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলির আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অর্পিত দায়িত্ব পালন করছেন বলে জানান নবাগত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/জানুয়ারি ২, ২০১৪)