গাইবান্ধায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গৃহবন্দি রাখার প্রতিবাদে ১৮ দল এ হরতালের ডাক দেয়। বেলা ১টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল পুলিশি বাধায় বেরুতে পারেনি। পরে কর্যালয়ের সামনে রাস্তায় বসে তারা বিক্ষোভ করে।
জেলা বিএনপি সভাপতি ও ১৮ দলের সমন্বয়ক আনিসুজ্জামান খান বাবু জোটের পক্ষ থেকে বুধবার হরতালের ডাক দেন। হরতাল চলাকালে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দোকানপাটসহ বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন ছাড়েনি। ট্রেন, রিকশাভ্যান ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে পিকেটারদের রাস্তায় নামতে দেখা যায়নি।
(দ্য রিপোর্ট/ইউএস/এএস/আরকে/জানুয়ারি ২, ২০১৪)