দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম হারুন অর রশিদ বৃহস্পতিবার বিকেল ৩টায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাফিজের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সেলিম খান।

এর আগে, বিএনপির এই নেতাকে রমনা থানায় গাড়ি পোড়ানোর মামলায় দুদিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করানো হয়।

জাতীয় প্রেস ক্লাবে ২৯ ডিসেম্বরসন্ধ্যা ৭টার পর সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ০২, ২০১৪)