বিওতে শেয়ার পাঠিয়েছে ইউনাইটেড এয়ার
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) একাউন্টে বোনাস শেয়ার পাঠিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড এয়ারওয়েজ গত ১৯ সেপ্টেম্বর ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়। বৃহস্পতিবার বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
(দ্য রিপোর্ট/এইচ/আরকে/জানুয়ারি ২, ২০১৪)