সেমিতে সেরেনা-শারাপোভা
দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে প্রস্তুতির দারুণ একটা সুযোগ পাচ্ছেন ২ তারকা।
কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার শারাপোভা ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। আর শীর্ষ র্যাঙ্কিধারী সেরেনা জিতেছেন দিমিনিকা সিবুলকোভার বিপক্ষে। স্লোভাকিয়ার তারকাকে ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা।
(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ২, ২০১৪)