কারাতেতে রানার্স আপ বাংলাদেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। দেশের কারাতেকারা এই প্রতিযোগিতায় ১১টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ ২৬টি পদক জিতেছেন। চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। তারা পেয়েছে ১২৭টি স্বর্ণ, ১৩৩টি রৌপ্য ও ২৯৭টি ব্রোঞ্জপদক।
তৃতীয় স্থান অধিকার করেছে ভুটান। তারা পেয়েছে ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জপদক। ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জপদক পেয়ে চতুর্থ স্থানে ছিল নেপাল। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা দল পেয়েছে ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক।
এছাড়া ৪ দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে টিম কাতা ও কুমিতে স্বাগতিক ভারতীয় শিরোপা জিতেছে। রানার্স আপ হয়েছে নেপাল এবং তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ।
চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত দলের ৩৫০ জন, বাংলাদেশের ১২ জন, ভুটানের ১১ জন, নেপালের ৮ জন এবং শ্রীলঙ্কা থেকে ৬ জন সহ মোট ৩৮৭জন কারাতেকা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ২, ২০১৩)