‘অবরোধে ভোটগ্রহণে সমস্যা হবে না’
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলের অবরোধে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।
বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার বিকেল ৪টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনের পর ৯ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে থাকবে। এরপরও যদি কোথাও কোনো সমস্যা হয়, সেখানে সেনা মোতায়েনের বিষয়টি বৃদ্ধি করা হতে পারে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে কাজী রকিবউদ্দিন বলেন, তফসিল ঘোষণার আগেও আমরা দেখা করেছিলাম। ভোটগ্রহণের দুইদিন আগে আবারও দেখা করে নির্বাচনের প্রস্তুতির সার্বিক অবস্থা অবহিত করেছি।
এ ছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনসহ সার্বিক প্রস্তুতির বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নেব জবাবে সিইসি বলেন, আমরা চেয়েছিলাম সবার অংশ গ্রহণে একটি নির্বাচন করতে। এ বিষয়ে মিডিয়া, বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্যোগের বিষয়টি তুলে ধনে তিনি বলেন, কিন্তু এতেও কোনো সমস্যার সমাধান হয়নি।
সংবিধান ও আইনের বাধ্যবাধকতা থাকায় নির্বাচন অনুষ্ঠান করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল না।
তিনি বলেন, ভোটার, মিডিয়া ও নির্বাচনী কাজে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের। রাষ্টপতি যাতে সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় আরো উদ্যোগ গ্রহণে সহায়তার কথা বলেছি।
বর্তমানে নির্বাচনী পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, দিন দিন পরিস্থিতির আরো উন্নতি হচ্ছে।
সিইসি সকল ভোটারকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
(দ্য রিপোর্ট/এমএস/এসবি/জানুয়ারি ০২, ২০১৪)