মতিঝিল ও গুলিস্তানে বিআরটিসি বাসে আগুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা দুটি ঘটে।
গুলিস্তানে জীবনবীমা ভবনের সামনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবিহীন বিআরটিসি বাসটি দাঁড়ানো ছিল। এই সময় দাঁড়ানো বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে একই সময় রাজধানীর মতিঝিল এলাকায় আরেকটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জিহাদ আলী দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল ও গুলিস্তান এলাকায় ২টি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বত্তরা। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (পিএসআই) ইকবাল হোসেন দ্য রিপোর্টকে জানান, আগুন দেওয়ার কোনো ঘটনা আমার জানা নেই।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে মৎস্য ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/জেএম/জানুয়ারি ০২, ২০১৪)