খুলনায় আ.লীগ অফিস ভাঙচুর, এএসআই আহত
খুলনা সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে খুলনায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক (এএসআই) আহত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সোমবার সকাল ৮টায় ছাত্রশিবির মিছিল বের করে। এ সময় তারা কয়েকটি ইজিবাইক ভাঙচুর এবং পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। শিবিরকর্মীরা ১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
পরে হরতাল সমর্থকরা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের অফিস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে হরতাল সমর্থনকারীদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) সালাউদ্দিন আহত হন।
এদিকে নগরীর পিটিআই মোড় থেকে সকাল ৯টায় হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। এই মিছিলের নেতৃত্ব দেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুজ্জামান মনি। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে, নগরীতে রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অফিস-আদালতের কার্যক্রম মোটামুটি স্বাভাবিক থাকলেও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে না গেলেও যথাসময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেন ।
(দিরিপোর্ট২৪/এফএস/এএস/জেএম/অক্টোবর ২৮, ২০১৩)