দ্য রিপোর্ট প্রতিবেদক : হাসিনার একমাত্র অবদান হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা বলে মন্তব্য করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফে আলম।

আইনজীবী সমিতির প্রাঙ্গণে (জজ কোর্ট) বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইনজীবীদের নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার, সংবাদিক হত্যা ও পেশাজীবীসহ সকল রাজবন্ধিদের মুক্তির দাবিতে আইনজীবী সমিতি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সাবেক সভাপতি লুৎফে আলম বলেন, এ সরকার ভারতকে সাহায্য করার জন্যই নির্বাচিত হয়েছে। ৫ তারিখের নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। ৫ তারিখের পরে সবাইকে পালাতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, যারা ২৯ ডিসেম্বর নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন তাদেরকে ভবিষ্যতে সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে।

সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এসবি/আরকে/জানুয়ারি ০২, ২০১৪)