চট্টগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যা
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে অন্তু ঘোষ (১৭) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, কোতোয়ালি থানাধীন নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু ঘোষ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্তু আসকারদীঘি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/আরকে/জানুয়ারি ০২, ২০১৩)