চাঁদপুর সংবাদদাতা : জেলার পুরানবাজার এলাকায় সোমবার সকালে বিএনপি ও আওয়ামী লীগকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।  এ ঘটনার পর চাঁদপুর পৌর এলাকায়  ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমীর জাফর জানান, নিহত মোহাম্মদ আরজুকে (১৬) নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। তার লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পুরানবাজারের নতুন রাস্তা এলাকায় পিকেটিংয়ের সময় হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাধে। দুপক্ষ দেশিয় অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা চালায়। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাংচুর চালায়। পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

প্রায় দেড়ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক কর্মী। পরে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে মোহাম্মদ আরজুকে সদর হাসপাতলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা, সমবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার এসআই আবু সাঈদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ সতর্ক রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ২৮, ২০১৩)