জয়পুরহাট সংবাদদাতা : জেলার সদর উপজেলার ভাদসা গোপালপুর গ্রামের রনির (১৮) ডান হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম দ্য রিপোর্টকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। ব্যক্তিগত কোনো আক্রোশে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আহত রনি দ্য রিপোর্টকে জানায়, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। একটি সেলুনে তিনি নরসুন্দরের কাজ করেন। কারা তার এ অবস্থা করেছে এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এএএম/এমএইচও/এসবি/এসএস/জানুয়ারি ০২, ২০১৪)