চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের বেপারীপাড়া এলাকা থেকে তিনটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ।

নগরীর হালিশহরের বেপারীপাড়া গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের পেছনের একটি বস্তি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রকেট লাঞ্চারগুলো উদ্ধার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত তিনটি শক্তিশালী রকেট লাঞ্চার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/আরকে/জানুয়ারি ০২, ২০১৪)