টঙ্গী সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয়দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আবদুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনর্চাজ সাহাদাত দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এসআই/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ২০১৪)